পিরোজপুরের কাউখালী উপজেলায় নিষিদ্ধ নেট জাল ব্যবহার এবং পোনা মাছ আহরণের অপরাধে দুই জেলেকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ইউএনও ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তাদের উপজেলার সন্ধ্যা নদী সংলগ্ন চিরাপাড়া ও বাশুরি খালে অবৈধ জাল দিয়ে মাছ ধারার অপরাধে আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার জয়কুল গ্রামের ওসমান গনির ছেলে মো. রফিক ও নাজিরপুর উপজেলার ঘোষকাঠি গ্রামের সুরেশ রঞ্জন হালদারের ছেলে শিশির রঞ্জন হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, জেলেদের কাছ থেকে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
টিএইচ